অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের বান্দরবনে সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত


বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বান্দরবন পার্বত্য জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত
৮ জন নিহত এবং অপর ২৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ঘটনাস্থল থেকে সংবাদদাতারা জানিয়েছেন, একটি যাত্রী বোঝাই স্থানীয় ভাবে চাঁদের গাড়ি নামে পরিচিত জিপ বান্দরবনের লামা-চকরিয়া সড়কের দুর্গম মিরিঞ্জা পর্যটন কেন্দ্রের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

এ সময় ঘটনাস্থলেই ৪ শিশুসহ ৮ জন প্রাণ হারান। আহত ২৫ জনকে উদ্ধার করে চকরিয়া, কক্সবাজার এবং চট্টগ্রামের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের বাড়ি যাওয়া এবং ঈদকে কেন্দ্র করে এ বছর সড়ক দুর্ঘটনায় শতাধিক লোক নিহত এবং তিন শতাধিক লোক আহত হয়েছেন বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:41 0:00


XS
SM
MD
LG