বারবার অঙ্গীকার এবং আশ্বাস দেয়া সত্ত্বেও রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত না নেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেন মিয়ানমারের সমালোচনা করেছেন।
তিনি বৃহস্পতিবার পররাষ্ট্র দফতরে এক সংবাদ সম্মেলনে বলেন, তবুও আশা ছেড়ে দেইনি। ৩ মে রোহিঙ্গা ইস্যু নিয়ে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ এপ্রিল তিন দিনের সফরে ব্রুনাই যাবেন এবং আসিয়ান সদস্য রাষ্ট্র ব্রুনাইয়ের নেতৃবৃন্দের সাথে রোহিঙ্গা ইস্যুও তুলে ধরবেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যে আসিয়ানেকে মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য একটি সেফ জোন গঠনের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে।
ঢাকা থেকে আমীর খসরু