অ্যাকসেসিবিলিটি লিংক

এনজিওগুলো বিদেশী সাহায্যের ২৫ শতাংশও রোহিঙ্গাদের জন্য ব্যয় করে না


বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও পুনর্বাসনে কর্মরত এনজিওগুলোর আর্থিক অনিয়মের অভিযোগসহ বিভিন্ন কার্যক্রমে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের মন্ত্রীসভা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মন্ত্রীসভা কমিটি।

আইন-শৃংখলা সংক্রান্ত কমিটির ঐ বৈঠকে এনজিওগুলো রোহিঙ্গাদের জন্য বিদেশী সহায়তা ও সাহায্যের ২৫ শতাংশও ভুক্তিভোগী রোহিঙ্গাদের জন্য ব্যয় করা হয় না বলে আলোচনা হয়। আর এ ব্যাপারে তদন্তের জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। বৈঠক শেষে কমিটির প্রধান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

মন্ত্রী জানান, গত সেপ্টেম্বর থেকে ৬ মাসে এনজিও কর্মকর্তাদের হোটেল ভাড়া বাবদই দেড়শ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। তিনি বলেন, রোহিঙ্গাদের কোথায় পুনর্বাসন করা হবে তা বাংলাদেশের নিজস্ব বিষয়, জাতিসংঘসহ বিদেশীদের বিষয় নয়।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG