বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে স্বেচ্ছায় পাচার এবং ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা আশংকাজনক হারে বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ দিন ক্যাম্পে কাটালেও প্রত্যাবাসনের কোন অগ্রগতি না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন রোহিঙ্গারা। তাই ক্যাম্পের ত্রাণ নির্ভর, স্বপ্নহীন জীবন ছেড়ে পালাচ্ছেন রোহিঙ্গারা।
কক্সবাজারের সেন্টমার্টিন এবং পেকুয়া থেকে শনিবার ভোরে পৃথক অভিযানে আরো ৮৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। এনিয়ে গত ১ মার্চ থেকে এ পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় ১৯টি পৃথক অভিযানে ৫০১ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।