জ্যামিতিক হারে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ২০১৭ সনের আগস্ট থেকে এ পর্যন্ত ৩৪ হাজার ৩৩৮ জন রোহিঙ্গা নারী আশ্রয় শিবিরে গর্ভবতী হয়েছেন। সরকারের সাম্প্রতিক জরিপ রিপোর্টে এ তথ্য প্রকাশিত হয়েছে।
বলা হয়েছে, বাংলাদেশে মানবিক কারণে আশ্রয় পাওয়া নিবন্ধিত ১১ লাখ ১৮ হাজার ৫৭৬ জন রোহিঙ্গার মধ্যে ৭ লাখ ৩৮ হাজার ৮০৫ জন আশ্রয় প্রার্থী বাংলাদেশে প্রবেশ করেছে ২০১৭ সনের ২৫শে আগস্টের পর। এর মধ্যে ৩৯ হাজার ৮৪১ জন এতিম শিশু এসেছে। এতিম এই শিশুদের মধ্যে ৮ হাজার ৩৯১ জনের বাবা-মা কেউ বেঁচে নেই। তাদের ভাগ্যে আসলে কি ঘটেছে তা জানা সম্ভব হয়নি।
বাংলাদেশ সরকার ও জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ যৌথভাবে এই এতিম শিশুদের সুরক্ষা দিয়ে যাচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, প্রায় ৫ লাখ ৩০ হাজার রোহিঙ্গা ছেলে মেয়ের শিক্ষা সহায়তা প্রয়োজন।