অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা প্রতিনিধি দলকে রাখাইন পর্যবেক্ষনের বাংলাদেশের প্রস্তাব নাকচ করে দিয়েছে মিয়ানমার


মিয়ানমারের রাখাইন পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য যথাপোযুক্ত এবং প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত বলে মিয়ানমারের পক্ষ থেকে প্রায়শই দাবি করা হয়। তবে এতে আস্থা নেই বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের। এ কারণে বাংলাদেশের আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মনে আস্থা সৃষ্টি ও প্রত্যাবাসন সহায়ক ইতিবাচক ব্যবস্থা তৈরি এবং পদক্ষেপ হিসেবে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সমন্বয়ে গঠিত একটি দলকে ঐ দেশটির রাখাইনে পাঠানোর বাংলাদেশের প্রস্তাব মিয়ানমার নাকচ করে দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন বাংলাদেশী কর্মকর্তা জানান, ৩ মে নেপিডোতে অনুষ্ঠিত দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকেও বাংলাদেশের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল- এই মর্মে যে, এর মাধ্যমে রোহিঙ্গারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। ঐ বৈঠকে প্রত্যাবাসন সহায়ক পরিবেশ সৃষ্টি এবং আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে আস্থা সৃষ্টির লক্ষ্যে মিয়ানমারের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও সরাসরি রোহিঙ্গা জনগোষ্ঠির মানুষজনের সাথে আলাপ-আলোচনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে অপর একটি প্রস্তাবও দেয়া হয়। মিয়ানমার এই প্রস্তাব সরাসরি নাকচ না করলেও ভবিষ্যতে ভেবে দেখা হবে এমনটা জানিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:01:06 0:00

XS
SM
MD
LG