বাংলাদেশের ভাসানচরে রোহিঙ্গাদের পুনবার্সন প্রশ্নে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে। জাতিসংঘ রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায়, জেনেশুনে ভাসানচরে যেতে চায়, তবেই তাদের পাঠানো হোক-এমন ব্যবস্থার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা পরিস্থিতি এবং সরজমিনে ভাসানচর সফর করে বর্তমানে বাংলাদেশ সফররত জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি শুক্রবার শেষ বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য প্রেরণের আগে কারিগরি ও মানবিক বিষয়াদি নিয়ে পরিপূর্ণ সমীক্ষা করার লক্ষ্যে জাতিসংঘকে অনুমতি দেয়ার আহবান জানিয়েছেন। তিনি কাঠামোগত বিষয়ে ঐক্যমত সিদ্ধান্তে না পৌছানোর আগে কোনো রোহিঙ্গাকে ভাসানচরে না পাঠানোর তাগিদ দিয়েছেন। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে ভাসানচরে এক লাখের মতো রোহিঙ্গাকে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।
জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি সংবাদ সম্মেলনে সৌদি আরব ও ভারতে অবস্থানকারী রোহিঙ্গাদের বাংলাদেশে না পাঠিয়ে তাদের ওই দেশে শরণার্থী মর্যাদা দেয়ার জন্য দেশ দুটির প্রতি আহবান জানিয়েছেন। জাতিসংঘের বিশেষ দূত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন সহসাই হচ্ছে না-এমন শংকাই ব্যক্ত করেছেন ওই সংবাদ সম্মেলনে।