মিয়ানমারের রাখাইন প্রদেশে ২০টিরও বেশি পুলিশ চৌকির ওপর রোহিঙ্গা বিদ্রোহীদের আচমকা আক্রমণে নিরাপত্তা বাহিনীর লোকজনসহ একাত্তর জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বলা হচ্ছে Arakan National Salvation Army যারা এর আগে হারাকাহ আল ইয়াক্বিন অর্থাৎ বিশ্বাসীদের আন্দোলন নামে পরিচিত ছিল তারা এই হামলার দায় স্বীকার করেছে । আক্রমণের ধরণ এবং স্বীকৃতির বিষয়টি অনেকটাই যেন সহিংস উগ্রবাদীদের মতো এ দিকে গতকালই মিয়ানমার সম্পর্কিত কোফি আনান কমিশন বলেছে যে রাখাইন রাজ্যের সবাইকে মিয়ানমারের নাগরিকত্ব প্রদান জরুরি। মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশে এর প্রভাব সম্পর্কে বিশ্লেষণ করছেন জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান । ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন, আনিস আহমেদ :