অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন বিষয়ে অগ্রগতি না হওযায় অসন্তুষ্ট বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ সত্ত্বেও প্রত্যাবাসন কাজে তেমন অগ্রগতি না হওযায় অসন্তুষ্ট বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমারের সাথে চুক্তিসহ বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ এবং প্রচেষ্টা গ্রহণ সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে কার্যত তেমন অগ্রগতিই দৃশ্যমাণ নয়।

বাংলাদেশ সফররত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের উপরে বিরাট বোঝা সত্ত্বেও বাংলাদেশ রোহিঙ্গাদের নিরাপত্তাসহ অন্যান্য ব্যবস্থাপনা সুচারুরূপে চালিয়ে যাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব বাংলাদেশের প্রশংসা করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন যাতে স্বেচ্ছায়, নিরাপদ এবং সম্মাজনকভাবে হয়-বাংলাদেশ সে অঙ্গীকারকে সমুন্নত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

please wait

No media source currently available

0:00 0:00:33 0:00

XS
SM
MD
LG