সৌদি আরবে চলমান যৌথ সামরিক মহড়া গালফ শিল্ড ওয়ানের সমাপনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রিত।সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ আমন্ত্রণ জানান। আগামী ১৬ই এপ্রিল দাম্মামে এর সমাপনী অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ ২৩টি দেশের অংশগ্রহণে গত ১৮ই মার্চ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে এই যৌথ মহড়া শুরু হয়। বৃহস্পতিবার সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মোতাইরি সৌদি বাদশাহর এই আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এটা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে সৌদি আরব ও বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য যে, অংশগ্রহণকারী দেশের সংখ্যা ও ব্যবহৃত সমরাস্ত্রের বিবেচনায় এই মহড়াকে উপসাগরীয় অঞ্চলের হওয়া অন্যতম বৃহৎ সামরিক মহড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে ঢাকাস্থ বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের ব্রিফ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিংয়ে মন্ত্রী জানান, আগামী ৫ ও ৬ই মে ঢাকায় ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম সম্মেলন হবে। সেখানে ফিলিস্তিন সংকট, রোহিঙ্গা পরিস্থিতি, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা, ইসলামোফোবিয়া এবং মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে। মন্ত্রী এও জানান, ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীরা সম্মেলনের আগে কক্সবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।
ওদিকে চলতি মাসের শেষের দিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বলেও জানা গেছে।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।