অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি আরবে সন্ত্রাসীদের আত্মঘাতী বোমা  হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ


সৌদি আরবের মক্কা শহরে পবিত্র গ্র্যান্ড মসজিদকে টার্গেট করে সন্ত্রাসীদের আত্মঘাতী বোমা হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলি সৌদি পররাষ্ট্র মন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় সন্ত্রাসীদের ওই হামলা সময়মত এবং সফল ভাবে ব্যর্থ করে দেয়ায় সৌদি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে মাহমুদ আলি তাঁর ওই বার্তায় সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধের প্রতি বাংলাদেশের সমর্থন পুনঃব্যাক্ত করেছেন। তিনি এ প্রসঙ্গে সউদি আরবে অবস্থিত কাবা শরিফ এবং মসজিদ ই নববির নিরাপত্তা বিধানে সউদি সরকারের পাশে বাংলাদেশের দাঁড়ানোর প্রতিশ্রুতির কথাও পুনঃব্যাক্ত করেন।

উল্লেখ্য, শনিবার সৌদি নিরাপত্তা বাহিনী মক্কার গ্র্যান্ড মসজিদে একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG