অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া যাচ্ছেন


Bangladesh Supreme Court
Bangladesh Supreme Court

এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামীকাল শুক্রবার রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন। আইন মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধান বিচারপতি নিজেও ভারতের (রিড়হ) সংবাদ মাধ্যমকে বলেছেন, সরকারের অনুমতি পেলে তিনি অস্ট্রেলিয়া যাবেন। তবে কেন তিনি অস্ট্রেলিয়া যাচ্ছেন সে প্রসঙ্গে কোন তথ্য দিতে রাজী হননি। পহেলা আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকে সরকারের সমালোচনার মুখে পড়েন তিনি। জাতীয় সংসদে তার অপসারণও দাবি করা হয়। তার ছুটিতে যাওয়া নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক এখনও চালু রয়েছে। ওদিকে বৃহস্পতিবার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতিকে দেশ ত্যাগের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, দেশের আড়াই কোটি সংখ্যালঘু জনগোষ্ঠী সচেতন জনগণের মতোই তা অবাক বিস্ময়ে প্রত্যক্ষ করছে।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:51 0:00

XS
SM
MD
LG