অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের রাজনীতিতে হরতালের সংষ্কৃতি - বিশ্লেষন করেছেন দু’ই বিশেষজ্ঞ


রাজনৈতিক হাতিয়ার হিসেবে হরতাল বাংলাদেশে অধিক মাত্রায় ব্যবহৃত হচ্ছে বার বার এবং এর নেতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে সর্বস্তরে – বিষয়টি বিশ্লেষন করেছেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা,বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসার হোসেন জিল্লুর রহমান এবং বাংলাদেশ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট স্টাডিয BIDS-এর জেষ্ঠ্য গবেষক ডক্টর নাজনীন আহমেদ । ঐ দু’ই বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে প্রতিবেদন রচনা করেছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরূ ।
please wait
Embed

No media source currently available

0:00 0:05:14 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG