অ্যাকসেসিবিলিটি লিংক

সিঙ্গাপুরে আটক ছয় বাংলাদেশীর বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ গঠিত


সিঙ্গাপুরে আটক ছয় বাংলাদেশীর বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে সে দেশের আদালত অভিযোগ গঠন করেছে শুক্রবার। এর মধ্য দিয়ে সিঙ্গাপুরে সন্ত্রাসবিরোধী আইনে এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশীদের বিচারের কাজ শুরু করা হেয়েছে।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সে দেশের সংবাদ মাধ্যম বলেছে, তারা গত মার্চে ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি) নামে সিঙ্গাপুরে একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করে এবং তাঁরা দেশে ফিরে গিয়ে গুপ্তহত্যাসহ সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বলেও দাবি করা হচ্ছে। তাদের কাছ থেকে এ সংক্রান্ত তথ্যাদি পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে।

বর্তমানে বেসরকারি হিসাবে আড়াই লাখ বাংলাদেশী শ্রমিক সিঙ্গাপুরে কর্মরত আছেন। জঙ্গি সন্দেহে আটক ও বিচারের ঘটনা তাদের মধ্যে আতংকের ফেলে দিয়েছে। বাংলাদেশী অভিবাসী নিয়ে কর্মরত প্রতিষ্ঠান WERBI -র প্রধান সৈয়দ সাইফুল হক এ সম্পর্কে মন্তব্য প্রতিক্রিয়া দিয়েছেন। গত দুমাসে জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় একশ জন বাংলাদেশীকে সিঙ্গাপুর তেকে ফেরত পাঠানো হয়। এর মধ্যে বাংলাদেশের পুলিশ কয়েকজনকে আটক করেছে।..ঢাকা থেকে আমীর খসরু

সরাসরি লিংক

XS
SM
MD
LG