বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুকে ৫৬ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর ঐ হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানানো হয়, আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। ঢাকা থেকে শরীফ মুজিবের রিপোর্ট।
রূপালী গিটার ফেলে চলে গেলেন বাংলার সবচেয়ে জনপ্রিয় রকষ্টার ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। যিনি উপহার দিয়ে গেছেন অসংখ্য জনপ্রিয় গান।
সবাই তাকে আইয়ুব বাচ্চু নামে চিনলেও তার ডাকনাম রবিন, সংগীত জগতে এবি নামেও সমানভাবে পরিচিত। তিনি ছিলেন, একাধারে গায়ক, লিড গিটারিস্ট, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী। বাংলা ব্যন্ড সংগীতের ইতিহাসে এই কিংবদন্তী শিল্পী ১৯৬২ সালের ১৬ই আগষ্ট চট্টগ্রামে জন্মগ্রহন করেন।
সঙ্গীত জগতে তার যাত্রা শুরু ফিলিংস ব্যান্ডের মাধ্যমে ১৯৭৮ সালে। এরপর যোগ দেন সোলসে। ১৯৮০ থেকে পরবর্তী এক দশক এই ব্যান্ডে যুক্ত ছিলেন। সোলস ছাড়ার পর ১৯৯১ সালে নিজে গঠন করেন নতুন ব্যান্ড এলআরবি।
তার প্রথম গান হারানো বিকেলের গল্প, ১৯৮৬ সালে রক্তগোলাপ নামে তার প্রথম একক আ্যলবাম বের হয়।