অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলা সুরের জগতের চিরসবুজ কন্ঠ লাকী আখান্দ চলে গেলেন


বাংলা সুরের জগতের চিরসবুজ কন্ঠ লাকী আখান্দ। ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘আগে যদি জানতাম’- এর মত জনপ্রিয় সব গান উপহার দিয়ে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী লাকী আখান্দ চলে গেলেন না ফেরার দেশে। (ইন্না......রাজিউন)।

তাঁর মেয়ে মাম্মিন্তি আখান্দ নূর জানান, বেশ কিছুদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর শুক্রবার সন্ধ্যায় শিল্পীর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সংগীত শিল্পীদের অনেকেই ভিড় করেন লাকী আখান্দের আরমানিটোলার বাসায়।

একষট্টি বছরের জীবনে লাকী আখান্দ বাংলাদেশের আধুনিক গানে যোগ করেন নতুন ছন্দ।

XS
SM
MD
LG