অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকে কর্মী নেবে


দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকে কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী নির্মাণ ও কৃষি খাতে কর্মী নেয়ার ব্যাপারে দুই দেশ একমত হয়েছে। বর্তমানে ১৬ হাজার বাংলাদেশী কর্মী দক্ষিণ কোরিয়ায় কর্মরত রয়েছেন। দক্ষিণ কোরিয়া কেবলমাত্র দক্ষ কর্মীদেরই নিয়ে থাকে। সরকার টু সরকারের মাধ্যমেই কর্মী নেয়া চালু রয়েছে। এক সময় বেসরকারি খাতেও কর্মী পাঠানো হতো। কিন্তু নানা অনিয়মের কারণে ২০০১ সাল থেকে বেসরকারি খাতে কর্মী নেয়া বন্ধ রয়েছে। বাংলাদেশ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার নূর আহমদ জানান, ২০০৭ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী দক্ষিণ কোরিয়া এই কর্মীদেরকে সেখানে নিচ্ছে।

ওদিকে বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে দক্ষিণ কোরিয়ার ঢাকাস্থ প্রতিনিধি লিম চুং কিম জানান, ২০০৮ সাল থেকে যে সকল বাংলাদেশী কর্মী বীমার আর্থিক সুবিধা দাবি না করে দেশে চলে এসেছিলেন এমন ২২৭ জনকে আর্থিক সুবিধা প্রদান করা হবে।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG