শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার বিষয়ে নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্বেষমূলক কোনও কর্মকাণ্ডকে সমর্থন করে না বাংলাদেশের জনগণ। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ এবং ধর্মীয় কারণে কোন প্রাণহানি হোক তা এদেশের মানুষ সমর্থন করেনা। আসাদুজ্জামান খান বলেন, সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সহযোগিতা খুবই জরুরি।
এদিকে, শ্রীiলঙ্কায় বোমা হামলায় নিহত ক্ষমতাসীন আওয়ামী লিগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ মঙ্গলবার দেশে আনা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।