অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুক্তবাণিজ্য চুক্তি এফটিএ সাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে


বাংলাদেশ এবং শ্রীলঙ্কা চলতি ২০১৭ সালের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি এফটিএ সাক্ষরের যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন দুদেশের ব্যবসায়ীরা।

শনিবার সকালে ঢাকায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার উপস্থিতিতে এক সংলাপে এমন প্রতিক্রিয়া জানিয়ে দুদেশের ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন এতে দুদেশের মধ্যে ব্যবসা এবং বিনিয়োগ কয়েকগুণ বৃদ্ধি পাবে।

এ সময় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী রভি কারুনায়েকে বলেন মুক্তবাণিজ্য চুক্তি হলে উভয় দেশই লাভবান হবে। বাংলাদেশে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে জানিয়ে বাংলাদেশী ব্যবসায়ীদের শ্রীলঙ্কার ভিসা ফ্রি সুবিধা দেয়ারও প্রস্তাব করেন তিনি।

সংলাপে বাংলাদেশের পক্ষ থেকেও শ্রীলঙ্কার ব্যাবসায়িদের সব ধরনের সুযোগ সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। এদিকে, তিনদিনের বাংলাদেশ সফর শেষে শনিবার দুপুরে ঢাকা ছেড়ে যান শ্রীলঙ্কান প্রেসিডেন্ট।

XS
SM
MD
LG