অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে এস এস সি ও সমমানের পরিক্ষা শুরু


Bangladesh SSC Exams
Bangladesh SSC Exams

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এস এস সি ও সমমানের পরিক্ষা। ১০ টি শিক্ষা বোর্ডের অধীনে ৩২৩৬ টি কেন্দ্রে ২৮ হাজার ৩৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭ লাখ ৮৬ হাজার ৩১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের চেয়ে এ বছর ১ লাখ ৩৬ হাজার ৯০ জন পরীক্ষার্থী বেশী পরিক্ষায় অংশ গ্রহন করছে। মন্ত্রনালয় সূত্রে জানা গেছে জেদ্দা, রিয়াদ,ত্রিপনি, দোহা, আবুধাবি, দুবাই, বাহারাইন এবং ওমানে ও পরীক্ষা কেন্দ্র রয়েছে। প্রতিদিন পরিক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে চলবে দুপুর ১ টা পর্যন্ত। তবে প্রতিবন্ধিদের জন্য ৩০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরিক্ষা কেন্দ্র পরিদর্শনে করার সময়অভিভাবকদের বলেন - আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে নার্ভাস হবেন না। এ যুগের বাচ্চারা অনেক মেধাবী। এছাড়া তিনি আরও বলেন-আগামিতে এক বেলার পরিবর্তে দু'বেলা পরিক্ষা অনুষ্ঠিত হবে।
এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন নাসরিন হুদা বিথী।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG