অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ থেকে প্রতি বছর ৬০ হাজারের বেশী শিক্ষার্থী বিদেশে পড়তে যান


বাংলাদেশ থেকে প্রতি বছর ৬০ হাজারের ওপর শিক্ষার্থী উচ্চ শিক্ষা নিতে বিদেশ যাচ্ছে বলে এ বিষয় নিয়ে কাজ করা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের জরিপে উঠে এসেছে।

জরিপের দেয়া তথ্যে আরো জানা যায় স্কুল পর্যায়ে ১০ লাখ শিক্ষার্থী বর্তমানে দেশের বাইরে পড়াশোনা করছে এবং প্রতিবছর গড়ে ২০ হাজার স্কুল শিক্ষার্থী দেশের বাইরে পড়তে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অপর্যাপ্ত হওয়ায় শিক্ষার্থীদের দেশের বাইরে পড়তে যাওয়ার আগ্রহ এবং সংখ্যা বাড়ছে।

তাঁদের মতে এত বিশাল সংখ্যক শিক্ষার্থী দেশের বাইরে পড়তে যাওয়ার ফলে একদিকে দেশের অর্থ যেমন অন্যদেশে চলে যাচ্ছে, অন্যদিকে পড়াশোনা শেষ করে বেশিরভাগ শিক্ষার্থী আর দেশে ফিরছেন না। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং স্কুল সমূহের পড়ালেখাকে মানসম্মত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন।

জরিপে বলা হয়েছে বাংলাদেশী শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাওয়ার পছন্দের দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি এবং কানাডা।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00


XS
SM
MD
LG