বেধে দেওয়া সময়ের মধ্যে সরকারি চাকুরীতে কোটা পদ্ধতি বাতিলের প্রজ্ঞাপন জারি না হওয়ায় সোমবার ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ডাকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন।
দেশের বিভিন্ন এলাকা থেকে পাওয়া খবরে জানা গেছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্লাস এবং পরীক্ষা বর্জন করে প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচী পালন করেছেন। বিক্ষোভ কালে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড বহন করে এবং দাবির স্বপক্ষে শ্লোগান প্রদান করে।
অন্যান্য জায়গার মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী ক্লাস এবং পরীক্ষা বর্জন করে প্রজ্ঞাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করে এবং পরে শাহবাগ চৌরাস্তার মোড়ে অবস্থান নেয়। এর ফলে বিশাল যানজটের সৃষ্টি হয়। এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান বলেছেন প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত
তারা ক্লাসে ফিরবেন না।
এদিকে, মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানিয়েছেন কোটা সংস্কারের বিষয়ে শিগগিরই এ প্রজ্ঞাপন জারি করা হবে।