অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় বাস চাপা পড়ে ছাত্রের মৃত্যু, কয়েকটি বাসে আগুন দিলো ক্ষুব্ধ জনতা


প্রতীকী ছবি: অ্যাডোবি স্টক
প্রতীকী ছবি: অ্যাডোবি স্টক

ঢাকার রামপুরা এলাকায় বাসের চাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা আটটি বাস ভাঙচুর করে আগুন দিয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রামপুরা পলাশবাগ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মাইনুদ্দিন স্থানীয় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

নিহত মাইনুদ্দিনের বন্ধু মারুফ ইসলাম জানান, রামপুরা টিভি রোডের সামনের রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলেই মাইনুদ্দিন মারা যায়। এ সময় মাইনুদ্দিনের সঙ্গে তার দুলাভাই সাদ্দাম ছিলেন। তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসী বিচার চেয়ে দফায় দফায় মিছিল করেছে।

মাইনুদ্দিন পরিবারের সঙ্গে পূর্ব রামপুরা তিতাস রোড এলাকায় থাকতো। তার বাবার নাম আব্দুর রহিম।

পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আসার আগেই বাসে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন হয়েছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ জানান, বাসে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

XS
SM
MD
LG