অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ সরকারের শিল্প কলকারখানা স্থাপনে সুন্দরবনের উপরে প্রতিক্রিয়া: ড.বদরুল ইমামের বিশ্লেষণ


বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদফতরের এক প্রতিবেদন মোতাবেক, সরকার ঘোষিত নীতিমালা থাকা সত্তে¡ও সুন্দরবনের ১০ কিলোমিটার অর্থাৎ ঝুকিপূর্ণ এলাকার মধ্যেই ১৯০টি শিল্প স্থাপনা ও কলকারখানা নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ২৪টি রয়েছে অতিমাত্রায় বিপদজনক বা লাল তালিকাভুক্ত।

সরকারের নীতিমালা অনুযায়ী সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর কোনো শিল্প কলকারখানা বা স্থাপনা নির্মাণ করা যাবে না বলে বলা হয়েছে। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও ১৯০টি শিল্প কলকারখানা নির্মাণে ঝুকির মধ্যে পড়েছে সুন্দরবন-এমনটাই আশংকা পরিবেশ বিশেষজ্ঞদের।

এই শিল্প কলকারখানা স্থাপনের প্রতিক্রিয়া সুন্দরবনের উপরে কেমন এবং কতোটা হতে পারে- এ প্রশ্নে বিশ্লেষণ করেছেন পরিবেশ ও ভূতত্ত্ব বিষয়ক বিশিষ্ট বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. বদরুল ইমাম।

please wait

No media source currently available

0:00 0:08:11 0:00

XS
SM
MD
LG