প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেগুলোর তদন্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। কিভাবে তদন্ত হবে জানতে চাইলে সরাসরি কোন উত্তর না দিয়ে দুদকের মাধ্যমে তা করা হবে এমন ইঙ্গিত দেন তিনি। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেনÑ প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যাওয়ার কথা। জবাবে আইনমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে একটা শূন্যতা আছে। প্রেসিডেন্টের নিজস্ব কিছু ক্ষমতায় এই অভিযোগের তদন্ত হবে। প্রধান বিচারপতি কি ছুটি শেষে কাজে যোগ দিতে পারবেন? এর জবাবে আইনমন্ত্রী বলেন, আগে তো ১১টি অভিযোগের সুরাহা হতে হবে। তারপর অন্য বিচারপতিগণ তার সঙ্গে নাও বসতে পারেন।
আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির বক্তব্যে তিনি স্তম্ভিত হয়েছেন। কারণ ছুটি ও বিদেশ যাওয়ার দরখাস্তে নিজেই তার অসুস্থতার কথা বলেছেন। অথচ বিদেশ যাওয়ার সময় বললেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। অভিযোগ সরকারের হাতে থাকা সত্ত্বেও তাকে কেন বিদেশ যেতে দেয়া হলোÑ এর জবাবে আইনমন্ত্রী বলেন, আইন অনুযায়ী সিনহা এখনও প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির পদটি একটি প্রতিষ্ঠান ও সাংবিধানিক পদ। এ জন্য তার বিরুদ্ধে তাড়াহুড়ো বা খামখেয়ালি করে কিছু করা ঠিক নয়।