অ্যাকসেসিবিলিটি লিংক

আওয়ামীপন্থী আইনজীবীরা ষোড়শ সংশোধনী সংক্রান্ত রায়ের প্রতিবাদে ঢাকা এবং দেশের অন্যান্য স্থানে বিক্ষোভ মিছিল করেছেন


সংবিধানের ষোড়শ সংশোধনী সংক্রান্ত সুপ্রীমকোর্টের আপিল বিভাগের রায়ে অসদাচরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখছে সরকার। এছাড়ও ওই রায়ে ইতিহাসবিকৃতি এবং অপ্রাসঙ্গিক বক্তব্য রয়েছে বলে সরকার মনে করে। এ কারণে ইতিহাসবিকৃতি এবং অপ্রাসঙ্গিক বক্তব্যে এক্সপাঞ্জ বা বাদ দেয়ার জন্য রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার আওয়ামীপন্থী বলে পরিচিত আইনজীবীরা ষোড়শ সংশোধনী সংক্রান্ত রায়ের প্রতিবাদে ঢাকা এবং দেশের অন্যান্য স্থানে বিক্ষোভ মিছিল করেছেন। তারা তিনদিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
এদিকে প্রধান বিচারপতি ব্যাপারে ক্ষমতাসীনদের নানা সমালোচনার প্রেক্ষাপটেও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের শনিবার রাতে প্রধান বিচারপতির বাসভবনে তার সাথে সাক্ষাত করেছেন। ২ ঘন্টা সময়ের ওই বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানানো হয়নি।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG