অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ফিরতে আগ্রহী আইএস জঙ্গিদের ব্যাপারে কোন ছাড় দেবে না দেশটি


বাংলাদেশে ফিরতে আগ্রহী এমন আইএস জঙ্গিদের ব্যাপারে কোন ছাড় দেবে না দেশটি। বিমানবন্দরে বা স্থল পথে আসা মাত্রই তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদ মাধ্যমের খবর, প্রায় ২০ জন জঙ্গি বাংলাদেশে ফেরার আগ্রহ ব্যক্ত করেছে। এদের মধ্যে অনেকেই বাংলাদেশ ছাড়াও অন্য দেশের নাগরিক, যারা আইএস যোদ্ধা হিসেবে সিরিয়া গিয়েছিল। কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা মনে করছেন, তথাকথিত আইএস যোদ্ধারা এখনো নিরাপত্তার জন্য হুমকি। তাই কোন অবস্থাতেই তাদেরকে গ্রহণ করা হবে না।

ওদিকে আফগানিস্তানে আটক দুই বাংলাদেশী নারীকে নিয়েও একই প্রশ্ন উঠেছে। আফগানিস্তান চায়, এদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে। এ নিয়ে দু’দেশের মধ্যে চিঠি চালাচালি শুরু হয়েছে। এই দু’জনই স্বামীর সঙ্গে আফগানিস্তানে গিয়েছিলেন। এরা উগ্রপন্থার সঙ্গে জড়িত ছিলেন এ রকম ধারণাই দিয়েছে আফগান সরকার।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00


XS
SM
MD
LG