বেতন বৈষম্যে দূরীকরণের দাবিতে বাংলাদেশের ৩৭টি সরকারি এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তৃতীয় দিনের মতো লাগাতার কর্মবিরতি পালন অব্যাহত রেখেছেন। এসব বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা বলেছেন, তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশন নেতৃবৃন্দ সংকট সমাধানে পুনরায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, সংকট নিরসনে সর্বাত্মক চেষ্টা চলছে।
এদিকে, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কৃষি বিজ্ঞানীরাও বেতন বৈষম্যে দূরীকরণের ব্যাপারে প্রতীকী কর্মবিরতি শুরু করেছেন। ঢাকা থেকে আমীর খসরু।