অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে এক জঙ্গির বাড়ি থেকে ২৯টি গ্রেনেড উদ্ধার


বাংলাদেশের দক্ষিন পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে সন্দেহভাজন একজন জঙ্গির ভাড়া করা বাড়িতে অভিযান চালিয়ে ২৯টি গ্রেনেড এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে বুধবার পুলিশ জানিয়েছে।

যে বাড়িটিতে আইন শৃঙ্খলা বাহিনী এই অভিযান চালিয়েছে, সেটিতে মঙ্গলবার কুমিল্লার চেকপোস্টে পুলিশের ওপর বোমা হামলাকারীদের একজন- হাসান ভাড়া থাকতেন। কুমিল্লায় পুলিশের ওপর হামলার পর হাসানসহ আরও একজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়।

হাসানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং র‍্যাব মঙ্গলবার রাত থেকে ওই বাড়িতে অভিযান শুরু করে। কুমিল্লায় হামলার ঘটনার পর পটিয়ার শান্তির হাট ও তালতলা চৌকি এলাকাতেও পুলিশ অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এ সম্পর্কে পুলিশের তরফে কিছু বলা হয়নি।

এদিকে, কুমিল্লার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে হাসানের দুই নিকট আত্মীয়কে আটক করেছে পুলিশ। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG