অ্যাকসেসিবিলিটি লিংক

জেএমবি’র তিন সদস্যের বিভিন্ন মেয়াদে কারাদন্ড


বাংলাদেশের আদালত নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ বা জেএমবি’র তিনজন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদানের আদেশ দিয়েছে।

একটি আদালত নারায়ণগঞ্জে ২জন জেএমবি সদস্যকে বিস্ফোরক আইনের মামলায় ২০ বছর করে কারাদন্ড প্রদান করেছে। ২০০৭ সালের জানুয়ারিতে হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর এবং বিস্ফোরক দ্রব্যাদিসহ তাদের গ্রেফতার করা হয়েছিল।

চাপাইনবাবগঞ্জে একজন জেএমবি সদস্যকে আদালত ১৪ বছর কারাদন্ড প্রদান করেছে বিস্ফোরক আইনের মামলায়।

শনিবার গাজীপুরের পাতারটেকে পুলিশের জঙ্গীবিরোধী অভিযানে নিহত ৭জনের ছবি প্রকাশ করেছে পুলিশ। পুলিশ এখনো পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হতে না পারায় জনসাধারণের কাছে তাদের প্রকৃত পরিচয় সম্পর্কে জানানোর আহবান জানিয়েছে। ছবি অনুযায়ী নিহতরা সবাই স্বাভাবিক ও সাধারণ পোশাক পরিহিত এবং তারা সবাই বয়সে তরুন।

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, তার ভাষায়, সরকার আইনের আওতায় না এনে, জঙ্গীদের উদ্দেশ্যমূলকভাবে হত্যা করছে। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG