অ্যাকসেসিবিলিটি লিংক

মুফতি হান্নানসহ তিন জঙ্গীর ফাঁসি কার্যকর


বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকতুল জিহাদ হুজি নেতা মুফতি আব্দুল হান্নান এবং তার দুই সহযোগী বাবুল ও রিপনের ফাঁসির রায় বুধবার রাতে কার্যকর হয়েছে।

ঢাকার অদূরে গাজীপুরের কাশিমপুর কারাগারে মুফতি হান্নান এবং বাবুলের ফাঁসি কার্যকরের সকল প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ, এমনটাই জানিয়েছেন কারা কর্মকর্তারা।

কারাগারের বাইরে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং কারাগারের বাইরের রাস্তাও বন্ধ করে দেয়া হয়।

এর আগে মৃত্যুদণ্ড প্রাপ্ত এই দুই আসামির নিকট আত্মীয়রা তাদের সাথে শেষ সাক্ষাত করে যান।

উল্লেখ্য, এক যুগেরও বেশি সময় আগে সিলেটে তৎকালিন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালিয়ে তিনজনকে হত্যার মামলায় তাদের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় এসেছে সর্বোচ্চ আদালত থেকে। ওই রায় পুনর্বিবেচনা এবং তাদের প্রাণ ভিক্ষার আবেদনও নাকচ হয়ে যাওয়ায় ফাঁসি কার্যকরের অপেক্ষায় ছিলেন ওই তিন আসামী। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG