অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আইএস বা আন্তর্জাতিক কোন জঙ্গি গোষ্ঠীর অস্তিত্ব নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


জঙ্গিবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা বৃদ্ধির অঙ্গিকার ব্যক্ত করে যৌথ ঘোষণা স্বাক্ষরের মধ্য দিয়ে মঙ্গলবার ঢাকায় শেষ হয়েছে বাংলাদেশসহ ১৫ টি দেশের পুলিশ কর্মকর্তাদের তিন দিনব্যাপী সম্মেলন।

সম্মেলনের সমাপনী ঘোষণা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশে ইসলামিক স্টেট বা আন্তর্জাতিক অন্য কোন জঙ্গি গোষ্ঠীর কোন অস্তিত্ব নেই।

যৌথ ঘোষণার মধ্যে দক্ষিণ এশীয় অঞ্চল ও বিশ্বব্যাপী অপরাধের ধরন চিহ্নিতকরণ, আন্তঃদেশীয় অপরাধ দমনের কৌশল উদ্ভাবন, ইন্টারপোল সদস্য দেশগুলোর মধ্যে এনসিবির মাধ্যমে ও ওয়ান-টু-ওয়ান যোগাযোগ স্থাপন, সন্ত্রাসবাদ দমনে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে তথ্য বিনিময়সহ ১৭ টি বিষয় রয়েছে।

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ও বাংলাদেশ পুলিশের যৌথ আয়োজনে গত ১২ই মার্চ সম্মেলনটি শুরু হয়। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG