বাংলাদেশের নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। শহরের গাবতলী উত্তরপাড়ার ঐ বাড়িটি শনিবার বিকেলে ঘেরাও করে র্যাব। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, ভেতরে পাঁচ থেকে ছয়জন জঙ্গি রয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী’র রিপোর্ট ।