অ্যাকসেসিবিলিটি লিংক

গুলশান হামলাকারীদের মৃতদেহ থেকে নমুনা এফবিআই'কে হস্তান্তর


বাংলাদেশে গুলশানের একটি রেস্তোরায় সন্ত্রাসী হামলায় নিহত ৫ জন জঙ্গী এবং একজন সন্দেহভাজনের মৃতদেহ থেকে রক্ত ও চুলের নমুনা পরীক্ষার জন্য তা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

কর্তৃপক্ষের সূত্রে বলা হয়েছে, এই হামলাকারীরা মাদক ও এ জাতীয় কোন কিছু গ্রহণ করেছিল কিনা তা পরীক্ষা-নিরীক্ষার জন্যই নমুনা দেয়া হয়েছে।

এদিকে, দেশে দেশে ক্রমবর্ধমান জঙ্গী এবং সন্ত্রাসী কার্যক্রমের প্রেক্ষাপটে অস্ত্রশস্ত্রের আনা-নেয়া এবং মাদক পাচার রোধে সমন্বিত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৩টি দেশের একযোগে পক্ষকালব্যাপী বিশেষ অভিযান অপারেশন আইরিন শনিবার শেষ হচ্ছে।

বাংলাদেশের শুল্ক গোয়েন্দা বিভাগের নেতৃত্বে বিভিন্ন সংস্থা এবং আইন-শৃংখলা রক্ষাবাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয় দেশের সব বিমান, নৌ ও স্থলবন্দরে, অপারেশন আইরিন সম্পর্কে শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এমন তথ্যই দিয়েছেন। মইনুল খান আরও বলেন, অপারেশন আইরিন শেষ হলেও এই কার্যক্রম বাংলাদেশে অব্যাহত থাকবে। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG