২০১৪ সালে সিলেটে তৎকালীন ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদন্ড বহাল থাকা নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ বাংলাদেশ বা হুজিবি’র নেতা মুফতী হান্নান এবং মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর এক সহযোগী প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন।
দেশের সর্বোচ্চ আদালতে রিভিউ আবেদন খারিজের রায় বুধবার পড়ে শোনানোর পরে তারা ওই সিদ্ধান্ত জানান বলে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর একজন পরে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।
এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ মৃত্যুদন্ডের বিপক্ষে মতামত জানিয়ে এক বিবৃতিতে বলেছে, অপরাধীদের শাস্তি দিতে হবে এটা ঠিক, কিন্তু মৃত্যুদন্ড প্রদান পদ্ধতিটি সঠিক নয়। ঢাকা থেকে আমীর খসরু।