অ্যাকসেসিবিলিটি লিংক

গুলশান হামলায় জীবিত উদ্ধার হাসনাত-তাহমিদ রিমান্ডে


বাংলাদেশের গুলশান রেস্তোরায় সন্ত্রাসী হামলায় জীবিত উদ্ধার হওয়া দুজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং আদালত তাদের দিন করে রিমান্ড মঞ্জুর করেছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ব্রিটিশ নাগরিক হাসনাত করিম এবং কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিবকে গুলশান হামলায় সন্দেহজনক হিসেবে বুধবার রাতে ঢাকায় গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে নেয়া হলে তাদের দু'জনকে দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরা থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়ার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না বলে তাদের পরিবার দাবি করে আসছিল। গুলশানের রেস্তোরায় অভিযান শেষে জীবিত ১৩জনসহ মোট ৩২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়, যাদের অনেককেই পরে ছেড়ে দেয়া হয়। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:37 0:00

XS
SM
MD
LG