দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি রাজধানী ঢাকার আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির জন্য সরকারের অবহেলাকে দায়ী করেছে।
টিআইবি এক বিবৃতিতে এমন মন্তব্য করে বলেছে, পুরানো ঢাকা থেকে রাসায়নিকের কারখানা, গুদাম এবং দোকান না সরানোর ব্যাপারে সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব দেখছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, নিমতলী ও চুড়িহাট্টার মতো মর্মান্তিক অগ্নিকাণ্ডের পরেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে পুরানো ঢাকা থেকে রাসায়নিক স্থাপনাগুলো সরিয়ে নেওয়া সম্ভব হয় নাই। কতিপয় মহলের যোগসাজশ ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে আবাসিক এলাকায় অবৈধভাবে রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম, কারখানা ও ব্যবসা টিকিয়ে রাখা হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে। টিআইবি বলেছে, নিমতলী ও চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা সম্ভব না হওয়ায় আরমানিটোলার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নিমতলীর তদন্ত কমিটি ও টাস্ক ফোর্সের সুপারিশ বাস্তবায়নে দীর্ঘসূত্রতার জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে জবাবদিহিতার আওতায় আনতে হবে জরুরি ভিত্তিতে। পুরানো ঢাকার রাসায়নিক স্থাপনাগুলো সরিয়ে নিতে উচ্চ আদালত থেকে নির্দেশনা থাকলেও তা গত ১১ বছরে সরকার বাস্তবায়ন করেনি বলে উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের সিদ্ধান্ত ও নির্দেশনা প্রতিপালন না করার পাশাপাশি আদালত অবমাননাও করেছে।
গত শুক্রবার ভোরে আরমানিটোলার ছয় তলা হাজী মুসা ম্যানসনের নিচতলার রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। পুলিশ এ ঘটনার জন্য দায়ী সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।