অ্যাকসেসিবিলিটি লিংক

হরতাল-অবরোধ চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় দূর পাল্লার যানবাহন চলবে


বাংলাদেশে বি এন পি এবং তাদের জোটের ডাকা হরতাল চলাকালে ইতিপুর্বে আহত তিনজন বুধবার মারা গিয়েছেন -নিহতদের দু’জন ছিলেন গাড়ি চালক । এ নিয়ে মোট আঠারো গাড়ি চালক নিহত হলেন । ইতিমধ্যে, হরতাল-অবরোধ চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় দূর পাল্লার বাসসহ যানবাহন চালানোর কথা ঘোষনা করেছে সরকার । রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরূ ।
XS
SM
MD
LG