১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে যুদ্ধাপরাধের মামলায় যশোরের জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল। সাথে সাথে অন্য ৭ আসামীকে আমৃত্যু কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনাল ওই রায় ঘোষণা করে। তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। ৮ জন আসামীর মধ্যে সাখাওয়াত হোসেন ও অপর একজন কারাগারে আটক রয়েছেন। বাকিরা পলাতক। রায়ে ট্রাইব্যুনালের পক্ষ থেকে দেয়া পর্যবেক্ষণ সম্পর্কে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী বলেন, যারা এ ধরনের অপরাধ করেছে তারা মানবতার শত্রু । রায়ের ব্যাপারে সাখাওয়াত হোসেনের আইনজীবী বলেন, সাখাওয়াত হোসেনকে রাজনৈতিক কারণে মামলায় জড়ানো হয়েছে। আসামী পক্ষের আইনজীবী উচ্চতর আদালতে আপিলের কথা জানিয়েছে। উল্লেখ্য, সাখাওয়াত হোসেন ১৯৯১ সালে জামায়াতের সংসদ সদস্য ছিলেন। পরে তিনি বিএনপি এবং সবশেষ জাতীয় পার্টিতে যোগ দেন।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।