অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা ইস্যুতে ঢাকা-আঙ্কারা একসঙ্গে কাজ করবে


রোহিঙ্গা শরণার্থীরা কেমন আছেন তা সরজমিনে দেখতে ঢাকা এসেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। আগামীকাল বুধবার সকালে তিনি কক্সবাজার যাবেন। পরিদর্শন করবেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প। প্রায় ৭ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে অবস্থান করছেন। তুর্কি প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন। সোমবার রাতে তিনি দুই দিনের এক সফরে ঢাকা আসেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি প্রাধান্য পায়। এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। পরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ও পণ্যের মান নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সহযোগিতা বাড়াতে তুরস্কের সাথে দুটি সমঝোতা স্মারক সই হয়। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে তারা রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও রোহিঙ্গাদের প্রতি তুরস্কের অব্যাহত সহযোগিতার জন্য প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানকে ধন্যবাদ জানান। বিবৃতিতে তুরস্কের প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটসহ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশের প্রতি তুরস্কের সহযোগিতা অব্যাহত থাকবে। রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া পর্যন্ত জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান তুরস্কের এই প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG