অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের তিন ঊর্ধতন কর্মকর্তা বাংলাদেশ সফর করছেন


বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং বাংলাদেশ সরকারের নীতিনির্ধারকদের সাথে আলোচনার জন্য বুধবার ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘের তিন ঊর্ধতন কর্মকর্তা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রানডি, অভিবাসন সংস্থা আইওএম-এর প্রধান অ্যান্তনিও ভিতোরিন এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি মার্ক লোকক।

বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাদের সাক্ষাৎ এবং বৈঠকের কর্মসূচি নির্ধারিত রয়েছে।

অপরাহ্নে তারা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে বৈঠক করেছেন। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন পরিস্থিতি এবং তাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে আলোচনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে। জাতিসংঘের তিন ঊর্ধতন কর্মকর্তা বৃহস্পতিবার কক্সবাজার যাবেন রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG