অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের বাস্তব উদ্বেগ রয়েছে: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র


বাংলাদেশে নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনসাধারণের অংশগ্রহণ, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে এখনো যুক্তরাষ্ট্রের বাস্তব উদ্বেগ রয়েছে এবং পূর্বের অবস্থানে দেশটি অটল রয়েছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বলেছে।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন, এসব উদ্বেগে এখনো কোনো পরিবর্তন আসেনি।

সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, ২০১৪ সালের জানুয়ারির নির্বাচনের পরে যুক্তরাষ্ট্র একটি অংশগ্রহণমূলক, প্রতিনিধিত্বশীল এবং গণতন্ত্রে উত্তরণের জন্য একটি নির্বাচন আয়োজনের আহবান জানিয়েছিল। ব্যাপারে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান কী ? এর জবাবে মুখপাত্র কিরবি বলেন, "আমরা অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চাই; আমরা এখনো চাই বাংলাদেশের নাগরিকেরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে সমর্থ হোক। আমরা চাই বাংলাদেশে মানবাধিকার, সংবাদ মাধ্যম মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত থাকুক, ঠিক যেমনটি আমরা অন্য সবখানেই চাই। সুতরাং আমাদের বাস্তব উদ্বেগ রয়েছে। এটি এখনো পাল্টায়নি"। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG