বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি সারাহ সেওয়াল বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা না থাকলে উগ্রবাদ বা চরমপন্থা মাথাচাড়া দেয়।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে 'সহিংস চরমপন্থার বিরুদ্ধে আমাদের সম্মিলিত সংগ্রাম' শীর্ষক এক বিশেষ জন বক্তৃতায় সারাহ সেওয়াল বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এই উগ্রবাদ দমন করার চেয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে তা দমন করা সহজ এবং এক্ষেত্রে সবার অংশগ্রহণ প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি বিশ্বে চলমান সন্ত্রাস, জঙ্গীবাদ ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্বের নানা প্রান্তে মানুষ সন্ত্রাস ও সহিংসতায় আক্রান্ত হচ্ছে।
পরে ঢাকেশ্বরী মন্দিরে সংখ্যালগু ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। ঐ বৈঠকে তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হলেও সব ধর্মের লোকজনের প্রতি আইনের সমান প্রয়োগ নিশ্চিত হওয়া দরকার। ঢাকা থেকে জহুরুল আলম।