অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের দেয়া ফাইজারের ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছেছে


বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসের দেয়া এই ছবিতে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফাইজারের ১০ লাখ ডোজ কোভিড-১৯ এর টিকা পৌঁছালে, সেখানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারসহ অন্যান্যদের দেখা যাচ্ছে। সেপ্টেম্বর ০১, ২০২১।
বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসের দেয়া এই ছবিতে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফাইজারের ১০ লাখ ডোজ কোভিড-১৯ এর টিকা পৌঁছালে, সেখানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারসহ অন্যান্যদের দেখা যাচ্ছে। সেপ্টেম্বর ০১, ২০২১।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দেয়া ফাইজারের ১০ লাখ ডোজ কোভিড-১৯-এর টিকা পৌঁছেছে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী ফাইজারের ৫০ কোটি টিকা অনুদান দেবার যে অঙ্গীকার করেছিল, তারই অংশ হিসাবে পহেলা সেপ্টেম্বর বুধবার বাংলাদেশে ঐ টিকা পৌঁছায়। এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মডার্নার ৬৫ লাখ ডোজ টিকা দিয়েছিল।

কোভ্যাক্সের সহায়তায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন টিকার চালান পৌঁছায়, তখন সেখানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার উপস্থিত ছিলে।এছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)‘র মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্স,বাংলাদেশের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক টুইট বার্তায় বলেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য ফাইজারের তৈরি এই ১০ লাখ টিকা উপহার দিতে পেরে তারা আনন্দিত।

বিশ্বব্যাপী কোভ্যাক্স এর উদ্যোগে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ২ বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে এবং আরও ২ বিলিয়ন ডলার দেবার অঙ্গীকার করেছে। এর মাধ্যমে বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকা অনুদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় দাতা দেশে পরিণত হয়েছে।

XS
SM
MD
LG