অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঢাকা এবং পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে সতর্কতা জারি করেছে দেশটি


বাংলাদেশের রাজধানী ঢাকা এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অপরাধ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এসব এলাকা ভ্রমণে সতর্কতা জারি করেছে দেশটি।

নতুন এক সতর্কবার্তায় বাংলাদেশে ভ্রমণরতদের বাড়তি নিরাপত্তা গ্রহণ করা ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। পররাষ্ট্র দফতর বলেছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনের মতো পাহাড়ি এলাকা বিপজ্জনক কারন সেখানে অপহরণসহ অন্যান্য অপরাধের ঘটনা ঘটছে।

সতর্কবার্তায় পার্বত্য এলাকায় সন্ত্রাস এবং অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় ঐ অঞ্চলে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করা হয়েছে। ঢাকার বিষয়ে সতর্কতায় বলা হয়েছে রাজধানীর অপরাধের হারও অনেক বেশি এবং রাতে অপরাধের মাত্রা বৃদ্ধি পায়। ঢাকায় সংঘটিত অপরাধগুলোর মধ্যে চুরি, ডাকাতি, গাড়ি ছিনতাই, হামলা ও ধর্ষণের মত অপরাধ অন্যতম বলে এতে উল্লেখ করা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG