অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের গাড়িতে হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ


ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে সশস্ত্র হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ঘটনার ১২ দিন পর ঢাকার পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছে। বলেছে, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার পর উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে।

গত ৪ঠা আগস্ট রাত ১১টার দিকে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসভবনে নৈশভোজ শেষে গাড়িতে ওঠার সময় ৩০/৪০ জনের একটি সশস্ত্র দল রাষ্ট্রদূতের গাড়িতে হামলা চালায়। নিরাপত্তা রক্ষী ও ড্রাইভারের তাৎক্ষণিক তৎপরতায় রাষ্ট্রদূতকে নিয়ে গাড়িটি অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করে।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ডেকে পাঠানো হয়। বাংলাদেশী রাষ্ট্রদূতের কাছে কি ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাওয়া হয়। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে থাকা কূটনৈতিক কোরের সদস্যদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00

XS
SM
MD
LG