অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন


যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী এবং অভিবাসন বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিসটেন্ট সেক্রেটারি Simon Henshaw এর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।

অ্যাসিসটেন্ট সেক্রেটারি বুধবার অপরাহ্নে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে বৈঠক করেছেন। বৈঠকে অ্যাসিসটেন্ট সেক্রেটারি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। রোহিঙ্গা শরণার্থীরা যাতে নিরাপদ ও মর্যাদার সাথে নিজ দেশে ফেরত যেতে পারেন সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র আর্থিক ও কূটনৈতিক সহায়তা দেবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

প্রতিনিধি দল ২ এবং ৩ নভেম্বর কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন বলে বাংলাদেশের পররাষ্ট্র দফতর জানিয়েছে। ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।

XS
SM
MD
LG