বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস মহাকাশযান অ্যাপোলো ১১ এর চাঁদে অবতরণের ৫০ তম বার্ষিকী মঙ্গলবার উদযাপন করেছে।
বুধবার দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ উপলক্ষ্যে ঢাকার আমেরিকান সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার উদ্বোধন করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার নভোচারী নিল আর্মস্ট্রং এর সেই বিখ্যাত উদ্ধৃতিটির উল্লেখ করে বলেন 'একজন মানুষের জন্য এটি একটি ছোট পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিশাল লাফ।’
অনুষ্ঠানে প্রায় ৪০০ শিক্ষার্থী এবং অতিথি ১০টি আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানগুলোর ফাঁকে দর্শনার্থীরা নাসার বিভিন্ন ছবি এবং অ্যাপোলো ১১ মিশন ও তিন নভোচারীর বিশ্ব ভ্রমণের ঐতিহাসিক স্মারকগুলোর প্রতিলিপির একটি প্রদর্শনী দেখেন।
এদিকে, ২২ শে জুলাই আমেরিকান সেন্টারে ব্যান্ডদল আনসার্টেনটি প্রিন্সিপাল হল ভর্তি দর্শকের সামনে চাঁদের থিম নিয়ে সঙ্গীত পরিবেশন করে। এছাড়া ৪৪,০০০ এর বেশি মানুষ ফেসবুক লাইভের মাধ্যমে দূর থেকে উপভোগ করেন অনুষ্ঠানটি।