অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ এবং ভিয়েতনাম সন্ত্রাস দমনে সহযোগিতা অব্যাহত রাখতে তাদের প্রতিশ্রুতি পুনঃব্যাক্ত করেছে 


বাংলাদেশ এবং ভিয়েতনাম সন্ত্রাস দমনে সহযোগিতা অব্যাহত রাখতে তাদের প্রতিশ্রুতি পুনঃব্যাক্ত করেছে।

সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার এক যৌথ বিবৃতিতে এই প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন। বিবৃতিতে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক খাতে সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতেও সহযোগিতা শক্তিশালী করার কথা বলা হয়েছে।

এতে বলা হয় ভিতেনামের প্রেসিডেন্ট এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের স্বার্থে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের প্রতি তাঁর দেশের সমর্থন জানিয়েছেন।

এদিকে, দুই নেতা আনুষ্ঠানিক বৈঠক করেছেন যখন দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ, যন্ত্র প্রকৌশল ও সাংস্কৃতিক বিনিময় খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার জন্য তিনটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ভিয়েতনামের প্রেসিডেন্ট বাংলাদেশে ৩ দিনের এক সফরে রোববার সস্ত্রীক ঢাকা পৌঁছান ।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG