অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান মাত্রাতিরিক্ত হস্তক্ষেপ করলে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভাবা হবে: প্রতিমন্ত্রী শাহরিয়ার


বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করার জন্য কঠোর ভাষায় পাকিস্তানকে জানিয়ে দিয়েছে ঢাকা। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দন্ড কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর আমীর মওলানা নিজামীর ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে একাধিকবার বিবৃতি ও পার্লামেন্টে প্রস্তাবের ব্যাপারে প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, তাদের পক্ষ থেকে মাত্রাতিরিক্ত হস্তক্ষেপ করা হলে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভাবা হবে। তিনি বলেন, ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তাও জানতে চাওয়া হবে।
এদিকে, পাকিস্তানে জাতীয় পার্লামেন্টে পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ শুক্রবার বলেছেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী নেতাদের মৃত্যুদন্ড কার্যকরের বিষয়টি তার দেশের পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে উত্থাপন এবং বিষয়টি অন্যান্য দেশের কাছেও তুলে ধরা হবে। ঢাকা থেকে আমীর খসরু।




XS
SM
MD
LG